আইফোন তৈরি হবে ভারতে, আইপ্যাড ভিয়েতনামে

যুক্তরাষ্ট্র সরকারের শুল্কনীতির কারণে এই পরিবর্তন বলে জানায় অ্যাপল

যুক্তরাষ্ট্রে রফতানি হবে এরকম আইফোন ও অন্যান্য পণ্যের উৎপাদন ভারত ও ভিয়েতনামে সরিয়ে নিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, শিগগিরই যুক্তরাষ্ট্রে বিক্রিত অধিকাংশ আইফোন ভারতেই তৈরি হবে। যুক্তরাষ্ট্র সরকারের শুল্কনীতির কারণে এই পরিবর্তন প্রয়োজন হয়ে পড়েছে বলে জানায় অ্যাপল।

গতকাল বৃহস্পতিবার (১ মে) বিনিয়োগকারীদের সঙ্গে এক সম্মেলনকালে টিম কুক বলেন, “আমরা প্রত্যাশা করছি যুক্তরাষ্ট্রে বিক্রিত অধিকাংশ আইফোনের উৎপাদনস্থল হবে ভারত।”

একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ ও এয়ারপডসের প্রধান উৎপাদন কেন্দ্র হবে ভিয়েতনাম।

ট্রাম্প প্রশাসনের আমদানিকৃত পণ্যের ওপর আরোপিত শুল্কের ফলে চলতি প্রান্তিকে অ্যাপলের খরচ প্রায় ৯০০ মিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

তবে এই শুল্কের প্রভাব কিছুটা কমাতে গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক পণ্যের ওপর শুল্ক ছাড় দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবু বিশ্বজুড়ে বাণিজ্যনীতির এই নাটকীয় পরিবর্তনে কোম্পানিগুলোকে নতুন করে চিন্তা করতে হচ্ছে।

চীনকে বাদ দিয়ে আইফোন তৈরি সম্ভব নয়—টিম কুক আগে এমন মন্তব্য করলেও এখন সেই অবস্থান থেকে সরে আসছে অ্যাপল।

Leave a Comment

আমাদের কাছ থেকে সারা বিশ্বের সর্বশেষ খবর পান

©২০২৫- সকল কিছুর স্বত্বাধিকারঃ সময়ের বার্তা ||

23454

Sign up and save

Sign up and you’ll always be the first to know about any promotions, discounts or giveaways.

ডিজাইন এবং ডেভেলপ সহায়তা Netfie.com