
বাংলাদেশে বাগেরহাটের একটি হোটেল থেকে বিএনপির ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি হাতবোমা উদ্ধার করা হয়।
সোমবার গভীর রাতে সদর উপজেলার খানজাহান (রহ.) মাজারের পাশের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সেনাবাহিনী তাদের গ্রেফতার করে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে এসআই গৌতম কুমার মণ্ডল তাদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর সন্ধ্যায় গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন বাগেরহাট পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল কাসেম সেলিম ভূঁইয়া, তার ছেলে মোস্তফা কামাল সাব্বির ভূঁইয়া, ছোট ভাই মো. আজিম ভূঁইয়া, মো. সাগর হাসান, তুফান হাওলাদার, মো. মনি হাওলাদার, মো. নাইম মোল্লা, আরিফ হাওলাদার, রাজু মোল্লা, শাকিব আহম্মেদ রাজ, মো. সাজিদ, নিমাই সরকার, সিরাজুল শেখ, মো. মাশুক, মো. মিলন শিকদার, রবিউল সরদার, মো. ইয়াসিন আরাফাত ও মো. শাহীন ওরফে অভি শেখ।
তাদের বাড়ি বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকায়।
তাদের মধ্যে মো. আবুল কাসেম সেলিম ভূঁইয়া ও তার ছোট ভাই মো. আজিম ভূঁইয়া গত মার্চ মাসে যুবদল নেতা জসিম সরদারের ওপর হামলা মামলার আসামি।