
পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে প্রতিবেশী ভারত।
গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর এক জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের দ্রুত অবনতি ঘটে। তারপর পাকিস্তানের সাথে উত্তেজনাকর পরিস্থিতি চলার মধ্যেই ভারত এই হামলা চালালো যার নাম দেয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।
পাকিস্তানের সেনাবাহিনী তাদের দেশের কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাঘ এবং মুজাফ্ফরাবাদে আক্রমণ করা হয়েছে বলে জানিয়েছে। পাকিস্তান ভারতের এই হামলার জবাব দেবে বলে জানিয়েছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি জানায়, পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের যেখান থেকে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে ভারত দাবি করছে সেই স্থানগুলো লক্ষ্য করেই এই হামলা চালানো হয় বলে জানায় ভারত।
এক বিবৃতিতে ভারত সরকার জানিয়েছে নয়টি স্থানকে লক্ষ্য করে এই হামলা চালানো হলেও এতে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি।
পাকিস্তানি সেনাবাহিনী ভারতের দু’টি বিমান ভূপাতিত করার দাবি করেছে।
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তিনজন পাকিস্তানী শহীদ এবং ১২ জন আহত হওয়ার খবর জানিয়ে এই আক্রমণকে ‘কাপুরোষোচিত’ বলে উল্লেখ করেছেন।