
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
রবিবার (৮ জুন) রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতামূলক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ইমিগ্রেশনে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। এছাড়া থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে।
স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, গ্লাভস মজুদের কথাও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
