
বরিশালে জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল।
তিনি শনিবার (৩১ মে) রাত সাড়ে ৮টার দিকে সেখানে ভাঙচুর হওয়ার এ কথা জানান।
তিনি জানান, কিছু লোক লাঠিসোঁটা নিয়ে এসে দলীয় কার্যালয় ভাঙচুর করে। এর আগে বিকালে তাদের বিক্ষোভ মিছিলে হামলা হয়।
এ দু’টি ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।
এ হামলায় জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের চেয়ার, টেবিল ও আলমারি ভাঙচুর করার পাশাপাশি দলীয় ব্যানার ও সাইনবোর্ডও ভাঙা হয়েছে।
এর আগে বিকালে নিজেদের বিক্ষোভ মিছিলে হামলা হওয়ার অভিযোগ তোলেন জাতীয় পার্টির নেতারা।
বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ৮টার পর রংপুর নগরীর সেনপাড়া এলাকায় দলের চেয়ারম্যানের বাড়িতে হামলার প্রতিবাদে এ মিছিল বের করেন তারা।
মহসিন উল ইসলাম হাবুল বলেন, “চেয়ারম্যানের বাড়িতে হামলার প্রতিবাদে ফকিরবাড়ি রোডে দলীয় কার্যালয়ে প্রথমে প্রতিবাদ সভা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল নিয়ে সদর রোডের প্রবেশ মুখে পৌঁছালে অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জন লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পেছন থেকে হামলা চালায়। এতে আমিসহ পাঁচজন আহত হয়েছি। তবে নেতাকর্মীরা হামলাকারীদের ধাওয়া দেন। এ সময় একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।”
