
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর নয়টি দেশে মোট নয়বার সফর করেছেন।
তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ডে নয় দিন; আইএমএফ ও বিশ্বব্যাংকের সভায় অংশগ্রহণে দুই দফায় যুক্তরাষ্ট্রে ২৭ দিন; মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধিবিষয়ক সম্মেলনে ভারতে তিন দিন; এসইএসিইএন গভর্নর সম্মেলনে দক্ষিণ কোরিয়ায় তিন দিন; ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ডের কাউন্সিল সভায় জিবুতিতে পাঁচ দিন; অর্থনীতি ও রাজস্ব নীতিবিষয়ক আলোচনায় জাপানে ছয় দিন; ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম ও গ্লোবাল গুড প্র্যাকটিস সম্মেলনে লন্ডনে সাত দিন; গ্লোবাল সুকুক ফোরাম ও চুরি হওয়া সম্পদ উদ্ধারসংক্রান্ত বৈঠকে দুবাইতে পাঁচ দিন সফর করেন।
তার এই সফরগুলো অতীতের কোনো গভর্নরের বিদেশ ভ্রমণের তুলনায় অনেক বেশি। অনেকেই বলছেন তিনি গরীবের ব্যাংক খ্যাতি পাওয়া গভর্নরকেও ছাড়িয়ে গেছেন।
ব্যাংকাররা জানান, আগের কোনো গভর্নরের এত বিদেশ সফরের নজির নেই। এমন অনেক আন্তর্জাতিক সম্মেলনে আগে বাংলাদেশ ব্যাংকের নিম্ন পর্যায়ের কর্মকর্তারা প্রতিনিধিত্ব করলেও এবার সরাসরি গভর্নর অংশ নিয়েছেন। এমনকি বেসরকারি ব্যাংকের ক্রেডিট কার্ড বা শাখা উদ্বোধনের মতো গুরুত্বহীন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন তিনি।
