আইভীকে গ্রেপ্তার করতে গিয়ে বেকায়দায় ‍পুলিশ (ভিডিও দেখুন)

বাংলাদেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে তার বাড়িতে গিয়ে বেকায়দায় পড়েছে পুলিশ৷

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে তার বাড়িতে পুলিশ যাওয়ার খবর শুনে সড়কে অবস্থান নিয়ে তার হাজার হাজার অনুসারী বাড়িটি ঘিরে বিক্ষোভ করছেন।

রাতে আইভীকে আটক করতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করলে তার বাড়ির প্রবেশপথের দুই সড়কে বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে রাখেন অনুসারীরা। আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়।

জানা যায়, রাত ১১টার দিকে পুলিশের বেশ কয়েকটি গাড়ি আইভীর বাড়ির সামনে আসে। পুলিশ সদস্যরা বাড়ির ভেতর প্রবেশ করার পরই তার অনুসারীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রাস্তা অবরোধ করেন।

আইভী তার অনুসারীদের বলেন, তারা যেন প্রশাসনকে জানিয়ে দেন যে দিনের বেলা ছাড়া তিনি যাবেন না। তাকে আটক করতে হলে পুলিশকে দিনের বেলায় আসতে হবে।

ভিডিও দেখতে ক্লিক করুন

Leave a Comment

আমাদের কাছ থেকে সারা বিশ্বের সর্বশেষ খবর পান

©২০২৫- সকল কিছুর স্বত্বাধিকারঃ সময়ের বার্তা ||

23454

Sign up and save

Sign up and you’ll always be the first to know about any promotions, discounts or giveaways.

ডিজাইন এবং ডেভেলপ সহায়তা Netfie.com