ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক দুই বাংলাদেশী কৃষককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়। একইসঙ্গে বিজিবি তাদের হাতে আটক দুই ভারতীয় নাগরিককেও ফেরত পাঠিয়েছে।
আজ শুক্রবার (২ মে) রাত ১০টার দিকে বিজিবির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়া সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
‘টিকটকের ভিডিও’ বানাতে ভারতের সীমানায় ঢুকে পড়ায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই দু’জনকে আটক করে বলে জানা যায়।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তবর্তী ধবলসূতি বিওপি এলাকা (মেইন পিলার ৮২৫/১-এস) সংলগ্ন ভারতীয় একটি চা বাগান থেকে তারা আটক হয়।
দুই বাংলাদেশী ভারতের সীমানার ২০ থেকে ২৫ গজ ভেতরে ঢুকে ‘ভিডিও ধারণ’ করছিলেন বলে বিজিবি রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
আটক হওয়া দু’জনের একজন পাটগ্রাম উপজেলার স্কুলপড়ুয়া। আরেকজন ২২ বছর বয়সী সাজেদুল ইসলাম যিনি বগুড়া থেকে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন।
আমাদের কাছ থেকে সারা বিশ্বের সর্বশেষ খবর পান
Follow us on:
©২০২৫- সকল কিছুর স্বত্বাধিকারঃ সময়ের বার্তা ||
Sign up and you’ll always be the first to know about any promotions, discounts or giveaways.
ডিজাইন এবং ডেভেলপ সহায়তা Netfie.com