‘আর এক পা-ও আগাবেন না’

রাখাইনে ‘মানবিক করিডোর’ দেওয়ার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশে নুরুল হক নূর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন,  “ওইখানেই ফুলস্টপ দেন, আর এক পা-ও আগাবেন না।”

আজ বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় রাজধানী ঢাকার সাভারের আশুলিয়ার জিরাবো এলাকার জিরাবো উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদের সমাবেশে এ কথা বলেন তিনি।

নুর বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর ঝুঁকি তৈরি হয় এমন কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারসহ কাউকেই নিতে দেওয়া হবে না। সরকারের প্রতি সমর্থন-ভালোবাসা থাকলেও সরকার যা ইচ্ছে তাই করবে, সেটা মেনে নেওয়া হবে না।”

তিনি আরো বলেন, “কোনো কোনো উপদেষ্টার মধ্যে আমরা আপসকামী মনোভাব লক্ষ্য করছি। তারা রিফাইন আওয়ামী লীগ আনতে চাচ্ছে। তাদের বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না।”

শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এবং আইন বিষয়ক সম্পাদক শেখ শওকত হোসেন ফরহাদ বক্তব্য দেন।

সূত্র: বিডিনিউজ

1 comment

Learning May 4, 2025 - 5:16 am

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্য শুনে মনে হলো তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে খুব সচেতন। তিনি সরকারের আপসকামী মনোভাবের জন্য সমালোচনা করেছেন। তিনি শ্রমিক অধিকার পরিষদের সমাবেশে স্পষ্ট ভাষায় বলেছেন, সরকার যা ইচ্ছে তাই করতে পারবে না। তাঁর কথা শুনে মনে হলো তিনি জনগণের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। তবে, এক্ষেত্রে সরকারের পদক্ষেপগুলো কীভাবে অধিকতর স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হতে পারে?

Reply

Leave a Comment

আমাদের কাছ থেকে সারা বিশ্বের সর্বশেষ খবর পান

©২০২৫- সকল কিছুর স্বত্বাধিকারঃ সময়ের বার্তা ||

23454

Sign up and save

Sign up and you’ll always be the first to know about any promotions, discounts or giveaways.

ডিজাইন এবং ডেভেলপ সহায়তা Netfie.com