বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন রাজ্যের অনেকটাই দখল করে ফেলেছে। এখন সেই সশস্ত্র সংগঠনটির সদস্যরা বাংলাদেশে প্রবেশ ও আবার মিয়ানমারে ফিরে যাচ্ছে নিয়মিতভাবে। আর এতে সহায়তা করছে বান্দরবান-টেকনাফ সীমান্তের নাইক্ষ্যংছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমদ।
তার ঘনিষ্ঠ সহায়তায় সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে গোপনে বিচরণ করছে। আবার মিশে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের সাথে।
বিনিময়ে তোফায়েল একক নিয়ন্ত্রণে পেয়েছেন সীমান্তের চোরাচালান, মানবপাচার ও অবৈধ অস্ত্র ব্যবসা। ফলে পার্বত্য অঞ্চলসহ দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা ভয়ে মুখ না খুললেও এলাকায় এসব কথা এখন ওপেন সিক্রেট।
আমাদের কাছ থেকে সারা বিশ্বের সর্বশেষ খবর পান
Follow us on:
©২০২৫- সকল কিছুর স্বত্বাধিকারঃ সময়ের বার্তা ||
Sign up and you’ll always be the first to know about any promotions, discounts or giveaways.
ডিজাইন এবং ডেভেলপ সহায়তা Netfie.com