লন্ডনে ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ

তাদের হাতে ছিল ইউনূসের ছবিসহ ব্যানার ও প্ল্যাকার্ড

যুক্তরাজ্য সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হোটেলের সামনে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা ইউনূসের ছবিসহ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির লোকজনের পাশাপাশি জামায়াতে ইসলামী এবং কিছু ইসলামী দলের সমর্থকরা সেখানে ইউনূসের সমর্থনে সমাবেশ করেছে।

চার দিনের সফরে আজ মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান ইউনূস। সেখান থেকে তিনি পার্ক লেইনের হোটেল ডরচেস্টারে যান। এই সফরে তিনি সেখানেই থাকবেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা হোটেলের সামনের রাস্তায় বিক্ষোভ করেন সকাল সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত।

এই বিক্ষোভে অংশ নেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান, আবু জাহির, শফিকুর রহমান চৌধুরী, রঞ্জিত সরকার। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয়।

সিলেট মহানগর আওয়ামী লীগের নেতা বিধান কুমার সাহা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, যুবলীগের জামাল খানসহ অনেকেই উপস্থিত ছিলেন সেখানে।

ইউনূসের প্রতি সমর্থন জানাতে এ সময় পাল্টা জমায়েত করেন একদল প্রবাসী বাংলাদেশি যাদের মধ্যে জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মী সমর্থকদেরও দেখা যায়। তবে এই জমায়েতে উপস্থিতি ছিল তুলনামূলক কম।

Leave a Comment

আমাদের কাছ থেকে সারা বিশ্বের সর্বশেষ খবর পান

©২০২৫- সকল কিছুর স্বত্বাধিকারঃ সময়ের বার্তা ||

23454

Sign up and save

Sign up and you’ll always be the first to know about any promotions, discounts or giveaways.

ডিজাইন এবং ডেভেলপ সহায়তা Netfie.com