জাপা চেয়ারম্যান কাদেরের বাড়িতে হামলা

অভিযোগের তীর এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের দিকে

বাংলাদেশের রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের(জিএম কাদের)-এর বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ৮টার পর রংপুর নগরীর সেনপাড়া এলাকায় স্কাইভিউ নামের ওই বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন জাপা’র নেতাকর্মীরা।

এ সময় জিএম কাদের ওই বাড়িতেই অবস্থান করছিলেন। এ খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকাসহ পুরো রংপুর নগরীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির ঘটনার তীব্র নিন্দা জানান।

তিনি এই হামলার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা জড়িত বলে দাবি করে বলেন, “জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল। তারা শান্তিতে থাকতে পছন্দ করে। তবে কেউ হামলা করলে তাকে ছাড় দেবে না রংপুরবাসী।”

Leave a Comment

আমাদের কাছ থেকে সারা বিশ্বের সর্বশেষ খবর পান

©২০২৫- সকল কিছুর স্বত্বাধিকারঃ সময়ের বার্তা ||

23454

Sign up and save

Sign up and you’ll always be the first to know about any promotions, discounts or giveaways.

ডিজাইন এবং ডেভেলপ সহায়তা Netfie.com