‘যদি কিছু থেকে থাকে সামনে আসবে’

সাবেক এপিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের অনুরোধ উপদেষ্টা আসিফের

নিজের সাবেক একান্ত সহকারী-এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে অধিকতর স্বচ্ছতার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের অনুরোধ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, “ইতোমধ্যে দুদক তদন্ত শুরু করেছে। যদি কিছু থেকে থাকে সামনে আসবে, যদি নিছক গুজব হয় সেটাও সামনে আসবে।”

আজ শনিবার (২৬ এপ্রিল) পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নিয়োগ পরীক্ষা পরিদর্শন করতে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে যান তিনি। উপদেষ্টা সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

কয়েকদিন আগে তার সাবেক এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনিই অব্যাহতির জন্য আবেদন করেছিলেন বলে মোয়াজ্জেম দাবি করলেও আগে থেকেই তার বিভিন্ন ‘অনিয়মের’ গুঞ্জনের মধ্যে থাকা মোয়াজ্জেমকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তখন কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

উপদেষ্টা আসিফ বলেন, “আমার সাবেক এপিএসকে নিয়ে অনেক কথা চলমান আছে। একটা নিউজ হয়েছিল যে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে সেটা হয়েছিল।”

আসিফ বলেন, “৩০০ কোটি টাকার একটা নিউজ হয়েছে। এই নিউজটা কতটুকু ক্রেডিবল, সেটা আপনারা একটু দেখবেন। সেখানে কোনো সোর্স নেই, ব্যক্তি সাক্ষ্য নেই। সেখানে ‘জানা গেছে’ বলা আছে অন্তত সাতবার।”

2 comments

Cybersecurity April 27, 2025 - 11:18 pm

অনিয়ম-দুর্নীতির অভিযোগে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করেছে। এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও স্বচ্ছতার কথা বলেছেন। মোয়াজ্জেমের অব্যাহতির ব্যাপারে বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা চলছে। তবে এই অভিযোগের সত্যতা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই তদন্তের মাধ্যমে কি প্রকৃত সত্য সামনে আসবে?

Reply
Парсер цен April 28, 2025 - 4:24 pm

অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। মোয়াজ্জেম হোসেনের বিষয়ে সত্যতা যাচাই করা জরুরি। দুদকের তদন্ত ফলাফল সবাইকে জানানো উচিত। ঠিকমতো ব্যবস্থা নিলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব। এই তদন্ত কতটা স্বচ্ছ হবে?

Reply

Leave a Comment

আমাদের কাছ থেকে সারা বিশ্বের সর্বশেষ খবর পান

©২০২৫- সকল কিছুর স্বত্বাধিকারঃ সময়ের বার্তা ||

23454

Sign up and save

Sign up and you’ll always be the first to know about any promotions, discounts or giveaways.

ডিজাইন এবং ডেভেলপ সহায়তা Netfie.com