তারপরও বিমানের নিরাপদে অবতরণ (ভিডিও দেখুন)

উড্ডয়নের পরপরই খুলে গেল ল্যান্ডিং গিয়ারের চাকা

বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজার থেকে ৭১ জন যাত্রী ও পাইলটসহ ৪ জন ক্রু নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশে উড়াল দেয়ার পর ল্যান্ডিং গিয়ারের একটি চাকা খুলে পড়ে যায় সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩৬’ ফ্লাইটের। তারপরও উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

ফ্লাইটটি পরিচালনা করছিলেন ক্যাপ্টেন জামিল বিল্লাহ। তার রয়েছে প্রায় আট হাজার ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা। তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার জায়েদ।

ক্যাপ্টেন জামিল চাকা খুলে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারে জানান।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, “এরপর আমরা ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণা করি৷ তারপর ফায়ার সার্ভিসের গাড়ি, ইমার্জেন্সি প্রটোকলসহ সব ব্যবস্থা নেওয়া হয় রানওয়েতে। এর মধ্যে দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।”

ভিডিও দেখতে ক্লিক করুন 

জানা যায়, কক্সবাজার থেকে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির পেছনের একটি চাকা খুলে নিচে কক্সবাজার শহরের সমিতি পাড়ায় পড়ে যায়।

উড়োজাহাজটি ছিল কানাডার তৈরি ড্যাশ ৮-৪০০ মডেলের।

বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বলেন, “এ ঘটনায় বিমানের চিফ অভ সেইফটি ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে।”

 

Leave a Comment

আমাদের কাছ থেকে সারা বিশ্বের সর্বশেষ খবর পান

©২০২৫- সকল কিছুর স্বত্বাধিকারঃ সময়ের বার্তা ||

23454

Sign up and save

Sign up and you’ll always be the first to know about any promotions, discounts or giveaways.

ডিজাইন এবং ডেভেলপ সহায়তা Netfie.com