বাংলাদেশে গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের ৯ মাস পরও দেশে যে রাজনৈতিক সংকট চলছে সেটা থেকে উত্তরণে দ্রুত নির্বাচনে জোর দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
গতকাল বুধবার (২১ মে) রাজধানী ঢাকার সেনানিবাসের সেনা প্রাঙ্গণে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে তার বক্তব্যে করিডোর, বন্দর, সংস্কারের মতো বিষয়ও উঠে আসে বলে দেশ-বিদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সেই অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি যোগদানের পাশাপাশি অনেকে ভার্চুয়ালি যুক্ত হন।
সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার বরাতে প্রথম আলো লিখেছে, নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান বলেছেন, এ বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।
‘আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত’ বলে জেনারেল ওয়াকার অনুষ্ঠানে মন্তব্য করেছেন– এমন তথ্য প্রথম আলোর পাশাপাশি সমকাল, কালের কণ্ঠসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর–সংক্রান্ত আলোচনার বিষয়ে তিনি বলেছেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে। যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। যা-ই করা হোক না কেন, রাজনৈতিক ঐকমত্যর মাধ্যমে সেটা হতে হবে।