ড. ইউনূস নির্বাচন চান না: মির্জা আব্বাস

বাংলাদেশে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি’র সম্পর্কে বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না, দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন, ‘একটি দল নির্বাচন চায়, আর কেউ চায় না’। আর আমরা (বিএনপি) বলতে চাই, একটি লোক নির্বাচন চান না, তিনি হলেন ড. ইউনূস। উনি নির্বাচন চান না।”
আজ শুক্রবার (৩০ মে) সকালে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার সমাধিতে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা আব্বাস উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন,  “আপনারা লক্ষ্য করেছেন, সংস্কার সংস্কার করতে করতে বর্তমান সরকার বিদেশ থেকে বহু লোককে আমদানি করেছে। আমি আজকে অত্যন্ত গর্বের সঙ্গে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহু সংস্কার করেছেন বাংলাদেশে কিন্তু উনি বিদেশ থেকে কোনো পরামর্শক আনেননি। উনি দেশে থেকেই যে সংস্কার করা দরকার তা করেছেন, বিদেশ থেকে কাউকে আমদানি করেননি। আজকে এই সরকার কিছু বিদেশি লোককে আমদানি করেছে, কিছু সংস্কার করার জন্য। আবার এই সংস্কার সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে তারা আজকে আর নির্বাচন দিতে চায় না।”

মির্জা আব্বাস বলেন, “বিএনপি বরাবরই নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে। এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। এটা তারই প্রস্তাব। পরবর্তীতে তিনি শিফট করে চলে গেলেন জুন মাসে। জুন মাসে যে নির্বাচনের কথা তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশে কখনো হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয়, ডিসেম্বরের মধ্যে করতে হবে। আর যদি নির্বাচন করতে না চান, সেটা ইউনূস সাহেবের দায়-দায়িত্ব, আমাদের দায়-দায়িত্ব নয়। আমরা, জাতি ও বাংলাদেশের জনগণ এই নির্বাচন আদায় করবে।”

এর আগে সকাল সাড়ে ১০টায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে পুষ্পস্তবক দিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা দোয়া ও মোনাজাত করেন।

Leave a Comment

আমাদের কাছ থেকে সারা বিশ্বের সর্বশেষ খবর পান

©২০২৫- সকল কিছুর স্বত্বাধিকারঃ সময়ের বার্তা ||

23454

Sign up and save

Sign up and you’ll always be the first to know about any promotions, discounts or giveaways.

ডিজাইন এবং ডেভেলপ সহায়তা Netfie.com