উড্ডয়নের পরপরই মেডিকেল হোস্টেলে আছড়ে পড়ে বিমানটি

ভারতে লন্ডনগামী বিমান দুর্ঘটনায় নিহত কমপক্ষে ২৪১

পশ্চিম ভারতের আহমেদাবাদে ২৩২ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের পরপরই কাছাকাছি একটি ডাক্তারদের হোস্টেল এলাকায় বিধ্বস্ত হয়েছে।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এআই১৭১ ফ্লাইটটির ২৪১ জনই নিহত হয়েছে বলে জানিয়েছে।

আহমেদাবাদের পুলিশ প্রধান জিএস মালিক এ পর্যন্ত ২০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন। ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র যাত্রীটি ব্রিটিশ নাগরিক বিশ্বাসকুমার রমেশকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি ছিলেন ইমার্জেন্সি এক্সিট অর্থাৎ জরুরি নির্গমনের পাশে ১১এ আসনে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে হাসপাতালে দেখতে গেছেন।

রমেশ সাংবাদিকদের সাথে তার বোর্ডিং পাসের একটি ছবি শেয়ার করে বলেন, “উড্ডয়নের ত্রিশ সেকেন্ড পরই একটি বিকট শব্দ হয়। আর সবকিছু দ্রুত ঘটে যায়।”

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বিমানটিতে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ নাগরিক এবং একজন কানাডীয় ছিলেন বলে জানায়।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১:৩৮টায় উড্ডয়নের কিছুক্ষণ পরই লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

পরবর্তীতে একটি ভিডিও ফুটেজে দেখা যায় যে বিমানটি উড্ডয়নের পর ধীরে ধীরে পড়ে যাচ্ছে। বিস্ফোরণের পর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

ডাক্তারদের হোস্টেলে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর কমপক্ষে ৫০ জন আহত মেডিকেল শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশাল দুর্ঘটনাস্থলে রাতভর অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

তদন্তে সহায়তা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের একটি দল ভারতে যাচ্ছে বলে জানা গেছে।

Leave a Comment

আমাদের কাছ থেকে সারা বিশ্বের সর্বশেষ খবর পান

©২০২৫- সকল কিছুর স্বত্বাধিকারঃ সময়ের বার্তা ||

23454

Sign up and save

Sign up and you’ll always be the first to know about any promotions, discounts or giveaways.

ডিজাইন এবং ডেভেলপ সহায়তা Netfie.com